লিগ খেলার অনুমতি পেলেন সাকিব

|

সাকিব আল হাসান। ফাইল ছবি।

আরব আমিরাতে টি-টোয়েন্টি লিগ খেলার অনুমতি পেলেন সাকিব আল হাসান। অনাপত্তিপত্র দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এর আগে সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে ক্রিকেটারদের নিলামে নাম লেখাতে বিসিবির কাছে অনুমতি চেয়েছিলেন সাকিব। এই আবেদনে সাড়া দেয়া হবে কিনা তা নিয়ে সন্দিহান ছিলো বিসিবি।

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগে এই লিগ দিয়েই নিজেকে ঝালিয়ে নিতে পারবেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান এখনো পুর্নবাসন প্রক্রিয়ায় থাকায় প্রথমে সাড়া দিতে চায়নি বোর্ড। চলতি বছরের ১৯ ডিসেম্বর থেকে ২০১৯ সালের জানুয়ারির ১১ তারিখ পর্যন্ত আবুধাবি, দুবাই ও শারজায় অনুষ্ঠিত হবে আমিরাত টি-২০ লিগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply