খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ শহিদুল ইসলামের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি।
আজ মঙ্গলবার সকালে উপজেলার কলেজ মোড়ে দীঘিনালার সর্বস্তরের জনগণ ব্যানারে এ কর্মসূচি পালন করে স্থানীয়রা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সাংবাদিক অংশ নেন।
বক্তারা উপজেলার উন্নয়নে শেখ শহীদুল ইসলামের নেয়া নানা পদক্ষেপের প্রশংসা করে বলেন, তিনি জনবান্ধব ও আন্তরিক। ইউএনও’র বদলি আদেশ বাতিল করে পুনরায় বহাল না করা হলে সড়ক অবরোধ করা হবে বলে ঘোষণা দেন তারা। পরে একই দাবিতে উপজেলা চেয়ারম্যান ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
প্রসঙ্গত, গতকাল সোমবার সন্ধ্যায় সরকারি এক আদেশে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শহিদুল ইসলামকে কুমিল্লার চৌদ্দগ্রামে বদলি করা হয়। তিনি ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি দীঘিনালা উপজেলায় যোগদান করেছিলেন।
Leave a reply