পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ও জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে। সারা বিশ্ব ফিলিস্তিনের ওপর বর্বরতার বিরুদ্ধে সোচ্চার৷ কিন্তু এ নিয়ে একেবারেই চুপ বিএনপি ও জামায়াত৷
শুক্রবার (২৪ মে) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘বিশ্বশান্তি ও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্বীকৃতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর কারণ হিসেবে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক উল্লেখ করেন, তাদের (বিএনপি ও জামায়াত) ধারণা, কেউ তাদের কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবে৷
পররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতারে যে পিটিশন দায়ের করা হয়েছে, তার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশের৷
আলোচনা সভায় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, বিশ্বের সব মুসলিম দেশ এক হয়ে কাজ করলে ফিলিস্তিনের যুদ্ধ থামানো সম্ভব। তাদের জমি ও দেশের অধিকার ফিরিয়ে দিতে হবে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানাতে হবে। আমরা এক হলে বিশ্বের মনবতার পক্ষ নিয়ে তারা তাদের নিজের মাটিতে সুরক্ষিত থাকতে পারবে।
/এমএন
Leave a reply