গাজায় আরও তিন ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার

|

গাজা থেকে আরও তিন ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (২৪ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথ অভিযানের সময় গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়া থেকে জিম্মিদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন হানান ইয়াবলঙ্কা, মিশেল নিসেনবাউম এবং ওরিয়ন হার্নান্দেজ, আইডিএফ-এর বিবৃতিতে বলা হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর হামাসের বন্দুকধারীদের অতর্কিত হামলায় ‘নোভা মিউজিক ফেস্টিভ্যাল’ থেকে পালিয়ে যাওয়ার পর হানান ইয়াবলঙ্কা (৪২) ও ওরিয়ন হার্নান্দেজ (৩২) নিহত হন। সেই উৎসবে ৩৬০ জনেরও বেশি প্রধানত তরুণ-তরুণী নিহত হয়।

তবে মিশেল নিসেনবাউম (৫৯) তার চার বছর বয়সী নাতনিকে গাজা সীমান্তে একটি সেনা ঘাঁটিতে তার বাবার সাথে দেখা করানোর জন্য নিয়ে যাওয়ার পথে শেষবার দেখা গিয়েছিল। এরপর আজই তার মরদেহ পায় আইডিএফ বাহিনী।

এদিকে, ওরিয়ন হার্নান্দেজ ছিলেন শানি লুকের প্রেমিক, যার লাশ গত সপ্তাহে উদ্ধার হওয়া জিম্মিদের মরদেহের তিনজনের মধ্যে ছিল।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply