রাফায় সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ আইসিজের

|

ফিলিস্তিনের রাফায় সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। শুক্রবার (২৪ মে) নেদারল্যান্ডসের হেগে আইসিজে এ নির্দেশ দেন।

রায়ে আইসিজের প্রধান বিচারপতি নওয়াফ সালাম বলেন, রাফাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে।

রাফায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দারস্থ হয় দক্ষিণ আফ্রিকা। দেশটি দাবি, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। এ কারণে সেখানে হামলা বন্ধ করতে হবে।

দক্ষিণ আফ্রিকার আবেদন আমলে নিয়ে শুক্রবার রাফায় হামলা বন্ধের নির্দেশ দেন আইসিজের বিচারকরা। পাশাপাশি এই আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারি করা হয়।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply