২০২০ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। তখন বায়ার্নের ডাগআউটে ছিল হ্যান্সি ফ্লিক। সেই ফ্লিককেই বার্সার নতুন কোচ হিসেবে দায়িত্ব দেবার দ্বারপ্রান্তে বার্সা বোর্ড। শুক্রবার (২৪ মে) বার্সা কোচ জাভিকে বরখাস্ত করে ক্লাবটি। এরপর থেকেই আলোচনায় ছিলেন সাবেক জার্মান ও বায়ার্ন কোচ ফ্লিক। শেষ পর্যন্ত ফ্লিকেই ভরসা করল কাতালান ক্লাবটি।
শুক্রবার জাভি হার্নান্দেজকে বরখাস্তের কথা এক বিবৃতিতে জানায় বার্সেলোনা। এর ঘণ্টাখানেক পর ফ্যাব্রিজিও রোমানো সোশ্যাল মিডিয়ায় জানান, কাতালানদের নতুন কোচ হচ্ছেন ফ্লিক। দুই পক্ষের মধ্যে সমঝোতাও চূড়ান্ত হয়েছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। ২০২৬ সাল পর্যন্ত চুক্তি হচ্ছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত বিশ্বকাপে ফ্লিকের অধীনে জার্মান জাতীয় দলের ব্যর্থতার পর তাকে বরখাস্ত করে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। দুজন জার্মান সহকারীসহ ফ্লিককে বার্সায় সাথে দেখা যাবে আগামী মৌসুম থেকে।
/এমএইচআর
Leave a reply