সংলাপের আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি বি চৌধুরীর

|

জাতীয় ঐক্যফ্রন্টের চিঠির জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে যে আমন্ত্রণ জানিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন বিকল্পধারার সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

একই সঙ্গে বিকল্পধারার পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার উমর ফারুক।

মঙ্গলবার সন্ধ্যায় ব্যারিস্টার উমর ফারুক গণমাধ্যমকে জানান, কিছুক্ষণের মধেই আমরা চিঠি হস্তান্তর করতে যাচ্ছি। আমাদের আওয়ামী লীগের অফিসে যাওয়ার কথা ছিল। কিন্তু পরে জানানো হয়, সংসদ ভবনে যেতে। আমরা জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ওবায়দুল কাদেরের কাছে চিঠি দুটি হস্তান্তর করব।

জানা যায়, মঙ্গলবার দলের প্রেসিডিয়াম বৈঠকে গৃহীত এক প্রস্তাবে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করার সিদ্ধান্ত নেয় বিকল্পধারা। সেই সিদ্ধান্তের আলোকে প্রধানমন্ত্রীকে বি. চৌধুরী চিঠি লেখেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply