তিব্বতের হিমবাহ থেকে মালদ্বীপকে ১ হাজার ৫শ’ টন পানি উপহার দিয়েছে চীন। মালদ্বীপকে দুই মাসের ব্যবধানে দ্বিতীয় অনুদান দিয়েছে চীন। শনিবার (২৫ মে) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, চীনের স্বায়ত্তশাসিত জিনজিয়াং অঞ্চল বৃহস্পতিবার মালদ্বীপ সরকারকে এই উপহার দিয়েছে। যখন পানীয়র অভাব চলবে, তখন উপহারের পানি দ্বীপের মানুষদের বিতরণ করা হবে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুধু তাই নয়, মালদ্বীপ ও চীন এই ছোট দ্বীপের দেশটিতে আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা উন্নত করতেও সহযোগিতা করছে। যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো চ্যালেঞ্জসহ পরিবর্তনশীল জলবায়ুর প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখবে।
/এআই
Leave a reply