সার্ভার জটিলতায় সাময়িকভাবে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। আর এতে অফিস ফেরত যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে। শনিবার (২৫ মে) সন্ধ্যা ৭টা থেকে এ সমস্যা শুরু হয়। তবে তাৎক্ষণিক এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
মেট্রোরেল কর্তৃপক্ষ এসময় যাত্রীদের বিকল্প উপায়ে চলে যেতে বলে। অফিস ও জরুরি প্রয়োজন শেষে স্টেশনে পৌঁছে টিকেট কাটতে বিড়ম্বনায় পড়েন যাত্রীরা। এছাড়া অনেক যাত্রী টিকিট ফেরত দিতেও ঝামেলায় পড়েছেন।
যাত্রীরা জানান, সন্ধ্যা ৭টার পর থেকে স্টেশন প্লাটফর্মে কোন ট্রেন আসেনি। এরপর থেকে প্রতিটি স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। স্টেশন কর্তৃপক্ষ ও পুলিশ বাধ্য হয়ে প্লাটফর্ম থেকে যাত্রীদের নামিয়ে দেয় বলেও জানান তারা।
/এএস
Leave a reply