বার্লিনের ঐতিহাসিক অলিম্পিক স্টেডিয়ামে ফাইনাল! খেলা শুরুর সাথে সাথেই প্রথম হলুদ কার্ড এবং প্রথমার্ধের শেষ দিকে আরেকটি; এভাবেই দুই হলুদ কার্ড মিলিয়ে লাল কার্ডের কারণে বায়ার লেভারকুসেনের আইভরিয়ান ডিফেন্ডার ওদিলন কোসসুনু মাঠ ছাড়েন। তাতে কী! ১০ জনের দল নিয়েই জার্মান বুন্দেসলিগার পর জার্মান কাপ ঘরে তুললো লেভারকুসেন। এক প্রতিবেদনে ইএসপিএন এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন গ্রানিত জাকা। ম্যাচের ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া জাকা’র বাঁ পায়ের শট ঠেকাতে ব্যর্থ হয় কাইজারস্লাটার্নের গোলরক্ষক। ফলে ওই ১–০ গোলে হারিয়ে ৩১ বছর পর জার্মান কাপ জিতে নিয়েছে লেভারকুসেন।
এর আগে, ১৯৯৩ সালে এই ট্রফি জিতেছিল দলটি। এক মৌসুমে দুটি ঘরোয়া শিরোপা জিতল আলোনসোর লেভারকুসেন।
/এআই
Leave a reply