সাতরাস্তা মোড়ে দিনে ট্রাক রাখা যাবে না

|

রাজধানীর সাতরাস্তা মোড়ের আনিসুল হক সড়ক থেকে দাঁড়িয়ে থাকা শতশত ট্রাক সরিয়ে দিয়েছে পুলিশ। স্থায়ী জায়গা ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত ছুটির দিন ও রাতে সেখানে ট্রাক রাখা যাবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান।

রোববার (২৬ মে) সকালে ওই রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো সরিয়ে নেয়া হয় পুলিশের উপস্থিতিতে। সাতরাস্তা থেকে কারওয়ানবাজার পর্যন্ত যানজট মুক্ত রাখতে রাস্তার দুই মাথায় দাঁড় করিয়ে দেয়া হয়েছে ট্রাফিক পুলিশ। এছাড়া মোড়ের যানজট কমাতেও নেয়া হয়েছে কড়াকড়ি ব্যবস্থা।

মোস্তাফিজুর রহমান জানান, রাস্তায় ট্রাক কখন রাখা হচ্ছে তা নজরদারি করবে পুলিশ। ট্রাক স্ট্যান্ডের বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাথে আলোচনা চলছে বলে জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply