সাকিব-ফিজ ছাড়া প্রথমবার আইপিএল ফাইনালে নামবে কলকাতা-হায়দরাবাদ

|

আইপিএলের ফাইনালে খেলছে কলকাতা কিংবা হায়দরাবাদ, আর সেখানে নেই বাংলাদেশি কোনো খেলোয়াড়- এমনটা আগে কখনও হয়নি। কারণ এর আগে যতবারই এই দুটি ফ্র্যাঞ্চাইজি ফাইনালে উঠেছে সেখানে খেলেছেন বাংলাদেশের অন্তত একজন খেলোয়াড়। ফাইনালে কলকাতার তিনবারে প্রতিবারই ছিলেন সাকিব আল হাসান। অপরদিকে ২০১৬ সালে হায়দরাবাদ যখন ফাইনাল খেলে তখন ছিলেন মোস্তাফিজুর রহমান, সাকিব ছিলেন ২০১৮ ফাইনালে। সাকিব এবার আইপিএলে খেলেননি, দল বদলে চেন্নাইতে গিয়েছিলেন মোস্তাফিজ।

আইপিএলের পঞ্চম আসরে প্রথমবার ফাইনালে ওঠে কলকাতা। ২০১২ সালের সেই টুর্নামেন্টে ৮ ম্যাচ খেলেছিলেন সাকিব। ৬.৫০ ইকনোমিতে উইকেট নিয়েছিলেন ১২টি। অপরদিকে সাকিবের ব্যাট থেকে আসে ৯১ রান। ফাইনালেও ৭ বলে ১১ রানে অপরাজিত ছিলেন মিস্টার সেভেন্টি ফাইভ। দুই বছর বাদে ২০১৪ আইপিএলে ফের ফাইনালে ওঠে কলকাতা। সেবার মৌসুমে ১১টি উইকেট নিয়েছিলেন সাকিব, সেইসাথে ব্যাট হাতে করেছিলেন ২২৭ রান। ২০২১ ফাইনালেও খেলেন সাকিব। তবে সেবার হেরে যায় কলকাতা।

২০১৮ ও ২০১৯ মৌসুমে হায়দরাবাদের হয়ে খেলেন সাকিব। ২০১৮ সালে হায়দরাবাদকে ফাইনালে তুলতে ভূমিকা রাখেন তিনি। তবে সেবার শিরোপা জেতাতে পারেননি দলকে। চেন্নাইয়ের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিলো হায়দরাবাদের।

২০১৬ আইপিএলে হায়দরাবাদের হয়ে ফাইনাল খেলা এবং দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মোস্তাফিজ। আসরে ১৬ ম্যাচ খেলে ১৭টি উইকেট নিয়ে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটাও উঠেছিল ফিজের হাতে।

উল্লেখ্য, কলকাতা ও হায়দরাবাদ দুদলই নিজেদের খেলা শেষ ফাইনালেই হেরেছে। এবার নেই সাকিব-মোস্তাফিজ, বাদ পড়েছে চেন্নাই। কলকাতা-হায়দরাবাদের এই ফাইনালে প্রথমবার নেই কোনো বাংলাদেশি।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply