বাউফলের তেঁতুলিয়া নদীর তীরবর্তী এলাকা প্লাবিত

|

বাউফল (পটুয়াখালী) করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব শুরু হয়েছে। ইতোমধ্যে ডুবে গেছে তেঁতুলিয়া নদীর তীরবর্তী এলাকার রাস্তা-ঘাট, স্কুল, মসজিদ, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান।

ধীরে ধীরে পানির পরিমাণ ও বাতাস বাড়ছে। এতে বড় ক্ষয়ক্ষতির শিকার হওয়ার শঙ্কা দেখা দিয়েছে এই উপজেলার মানুষের মধ্যে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করা হলেও মানুষ এখনো যাওয়া শুরু করেনি।

আরও পড়ুন: কখন-কোন পথ দিয়ে আসবে রিমাল? উপকূলে ৮-১২ ফুট জলোচ্ছ্বাস, পাহাড়ে হতে পারে ভূমিধস

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো সতর্কতামূলক প্রচার বা ব্যবস্থা মানুষের নজরে আসেনি। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply