Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় থেকে বোনকে বাঁচাতে গিয়ে ভাইয়ের মৃত্যু

স্টাফ ক‌রেসপন‌ডেন্ট,পটুয়াখালী:

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভা‌বে প্লা‌বিত এলাকা থে‌কে বোনকে রক্ষা করতে গিয়ে ভাই মো. শরীফুল ইসলামের (২৪) মৃত্যু হয়েছে। রোববার (২৬ মে) বিকেলে কলাপাড়া উপ‌জেলার ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শরীফুল ইসলাম অনন্তপাড়া এলাকার আবদুর রহিম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গে‌ছে, শরীফের ফুপু মাতোয়ারা বেগম কাউয়ার চর এলাকায় বসবাস করেন। ওই বাড়িতে তার বোনও ছিল। দুপুর ১টার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তার বড় ভাই ও ফুফাকে নিয়ে বোন এবং ফুফুকে উদ্ধার করতে যায়। এ সময় জোয়া‌রের পানিতে কাউয়ারচর এলাকা ২ থেকে ৩ ফুট পানিতে প্লাবিত ছিল। সাঁতার কেটে তারা ফুফুর ঘরে যাওয়ার সময় ঢেউয়ের তোড়ে শরীফ হারিয়ে যায়। পরে এক ঘণ্টা সন্ধা‌নের পর ওই স্থান থেকে শরীফের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এটিএম/

Exit mobile version