পানিবন্দি নিঝুম দ্বীপের ৩০ হাজার বাসিন্দা

|

নোয়াখালী করেসপনডেন্ট:

ঘূর্ণিঝড় ‘রিমাল’র প্রভাবে নোয়াখালীর উপকূলীয় এলাকায় বেড়ি বাঁধের বাইরের নিঝুমদ্বীপ, ঘাসিয়ার চর, ঢাল চরসহ বেশ কয়েকটি বিচ্ছিন্ন চরে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ারের পানিতে তলিয়ে গেছে।

রোববার (২৬ মে) দুপুর ৩টার পর থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে অতিরিক্ত জোয়ারের পানির কারণে এসব এলাকায় বেঁড়িবাধ না থাকায় লোকালয়ে পানি ঢুকে যায়। দুপুরের পর থেকে হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপের নামার বাজারসহ বেশ কয়েকটি বাজার ও চলাচলের প্রায় সবগুলো পথ পানিতে তলিয়ে যায়।

এতে দ্বীপের ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সেইসাথে ঝুঁকির মধ্যে পড়ে যায় নিঝুমদ্বীপের কয়েক হাজার চিত্রা হরিণ। দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply