রিমালের মধ্যেই পতেঙ্গা সৈকতে পর্যটকদের ভিড়

|

চট্টগ্রাম ব্যুরো:

ঘুর্ণিঝড় রিমালের মধ্যেই পতেঙ্গায় সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। তারা সমুদ্রে নেমে ঢেউ উপভোগ করছেন। দুপুরের দিকে অল্প বৃষ্টি থাকলেও পরে তা থেমে যায়। তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

পর্যটকরা জানান, সাধারণত পতেঙ্গা সমুদ্রসৈকতে তীরের কাছে ঢেউ দেখা যায় না এবং উচ্চতাও বেশি। তবে রিমেলের প্রভাবে ভাটার সময়েও বড় ঢেউ দেখা যাচ্ছে। তাই পর্যটকরা বিশয়টি উপভোগ করছেন। সমুদ্র সৈকতের পশ্চিম অংশে তারা এটি উপভোগ করছেন। সাধারণত এমন ঢেউ কক্সবাজার সমুদ্রসৈকতে দেখা যায়। তবে পতেঙ্গায় এই দৃশ্য দেখে তারা উচ্ছ্বসিত।

এদিকে, উপকুলে বসবাসকারী জেলে পাড়ার মানুষের সাথে কথা বলে জানা যায়, তাদের স্থানীয় প্রশাসন এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে নিরাপদ আশ্রয়স্থলে সরে যেতে বলা হয়েছিল। তবে তারা কেউই আশ্রয়কেন্দ্রে যেতে রাজি হননি। সব মিলিয়ে তাদের মধ্যে ঘূর্ণিঝড় নিয়ে তেমন কোনো আতঙ্ক বিরাজ করছে না।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ উপকূলে আঘাত হেনেছে। এর ফলে উপকূলীয় জেলাগুলোতে দমকা বাতাস ও বৃষ্টি ঝরতে শুরু করেছে। এসব এলাকার সাগর ও নদী বিক্ষুব্ধ রয়েছে। সন্ধ্যা ৬টার পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টা অর্থাৎ রাত ৯-১০টার দিকে এর কেন্দ্র উপকূল অতিক্রম করবে। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, উপকূলীয় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা ও পটুয়াখালী অতিক্রম করবে ঘুর্ণিঝড় রিমাল।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply