স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব কামনা প্রধানমন্ত্রীর

|

ফাইল ছবি

বিনিয়োগের উন্নত পরিবেশ নিশ্চিতের আশ্বাসের ভিত্তিতে স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমনার (২৭ মে) গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দল। এসময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ানো এবং রফতানি সম্প্রসারণে ব্যবসায়ীদের সমর্থন প্রয়োজন। তাই সর্বোচ্চ সুবিধা প্রদানের আশ্বাসের ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগে মার্কিন ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্র রফতানির বৃহত্তম গন্তব্য উল্লেখ করে আগামীতে অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের একটি প্রধান অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার তাগিদ দেন সরকারপ্রধান।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply