ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ৪০ জন। বোমা হামলার পর আগুনে আশ্রয়শিবিরের তাঁবুগুলো পুড়ে গেছে। সোমবার (২৭ মে) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের কর্মকর্তারা বলছেন, হতাহত ব্যক্তিদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) এক বিবৃতিতে বলা হয়, আশ্রয়শিবিরের তাঁবুর ভেতর অনেক মানুষকে জীবন্ত পুড়ে মারা গিয়েছে।
উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাবালিয়া, নুসেইরাত ও গাজা নগরীতে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় অন্তত ১৬০ জন নিহত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জাতিসংঘের ফিলিস্তিনি দাতব্য সংস্থা ইউএনআরডাব্লিউএ বলেছে যে বোমা হামলার পর রাফাহ থেকে পাওয়া ছবিগুলি আরও একবার প্রমাণ করে ‘গাজা পৃথিবীর নরক’।
/এআই
Leave a reply