শিশুদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে ঢাকা শহরে ‘ট্রাফিক চিলড্রেন পার্ক’ তৈরির ঘোষণা দিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (২৮ মে) সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কর্মকর্তারা। বলেন, শিশুদের ছোটবেলা থেকেই সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ট্রাফিক চিলড্রেন পার্কের লক্ষ্যই হচ্ছে শিশুদের সড়কের নিয়ম-কানুন শেখানো। এ ব্যাপারে, সার্বিক সহযোগিতা করবে জাপানের উন্নয়ন সহযোগী- জাইকা।
জনগণকে শিক্ষিত করতে ট্রাফিক এডুকেশন সেন্টার তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার মেহেদী হাসান।
এটিএম/
Leave a reply