পিরোজপুর প্রতিনিধি:
ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর তাণ্ডবে পিরোজপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার সদর উপজেলায় একজন এবং ভান্ডারিয়া উপজেলায় পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় ৩৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে বহু মানুষ।
ঝড়ে পিরোজপুর জেলার ৭ হাজার ৮৮৬ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় ১০ হাজার পুকুর ঘের, জলাশয় প্লাবিত হয়েছে। এতে ১ হাজার ৮০০ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে। জেলার সাতটি উপজেলায় ১ হাজার ৫০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া ৫ হাজার ৮০০ ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, মঠবাড়িয়া উপজেলায় ২৪০০ সিপিপি সদস্য কাজ করছে এবং জেলায় ২৫০ জন রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য উদ্ধার অভিযানে নেমেছে। শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
এটিএম/
Leave a reply