গাজার রাফায় এখনও রেড লাইন অতিক্রম করেনি ইসরায়েল। অঞ্চলটিতে পূর্ণ মাত্রায় অভিযান পরিচালনা করেনি ইসরায়েলি সেনারা। এমন দাবি করছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কিরবি। বুধবার (২৯ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, নিয়মিত ব্রিফিংয়ে হোয়াইট হাউস মুখপাত্রের দাবি, বিশাল ইউনিট বা বহু সংখ্যক সেনা নিয়ে রাফায় প্রবেশ করেনি ইসরায়েলি বাহিনী। জনবহুল এলাকাগুলোয় অভিযান চলছে না বলেও দাবি করেন কিরবি।
এর আগে, রোববারের হামলায় প্রায় অর্ধশত বেসামরিক হতাহতের বিষয়ে প্রশ্ন করা হলে কিরবি বলেন, এ ঘটনায় তদন্ত করছে ইসরায়েল। দেশটির সাথে যোগাযোগ রাখছে ওয়াশিংটন। রাফায় ভয়াবহ হামলার পরও ইসরায়েলের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন হবে না বলে জানান তিনি।
তবে রাফায় ইসরায়েলের বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। এ হামলায় আহত হয়েছে ২৪৯ জন। প্রশ্ন হচ্ছে, এতো সংখ্যক মানুষকে হত্যার পরও কি এখনও ইসরায়েল মার্কিন ‘রেড লাইন’ অতিক্রম করেনি?
/এআই
Leave a reply