ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এ ধাপে প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (২৯ মে) ভোট শেষে বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি জানান, অবাধ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ও তাদের পেশাদারিত্বের কারণে নির্বাচন সফল হয়েছে। কারচুপির অপরাধে ৩০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুজনকে তাৎক্ষণিক কারাদণ্ড দেয়া হয়।
তৃতীয় ধাপে ১০৯ উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে সোমবার ১৯টি এবং মঙ্গলবার ৩টি উপজেলার ভোট স্থগিত করেছে কমিশন। ফলে বুধবার ৮৭টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনের এ ধাপে ১ হাজার ১৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩৯৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৫৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
/এমএইচ
Leave a reply