আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে নবম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসর শুরু হবার আগে প্রস্তুতি ও কন্ডিশনের সাথে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ খেলে টাইগাররা। সেই সিরিজে হেরে গেছে নাজমুল হোসেন শান্তর দল। দল সিরিজ হারার পাশাপাশি নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সিরিজের পারফরম্যান্সের প্রভাব পড়েছে সাকিবের র্যাঙ্কিংয়েও।
বুধবার (২৯ মে) সবশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। সেখানে দেখা যায় টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষ অলরাউন্ডারের জায়গা হারিয়েছেন সাকিব। নেমে গেছেন দুইয়ে। সাকিবের রেটিং পয়েন্ট ২২৩। টাইগার অলরাউন্ডারকে টপকে এখন শীর্ষে লঙ্কান ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এদিকে ব্যাটারদের র্যাংকিংয়েও অবনতি হয়েছে সাকিবের। যৌথভাবে ৮২তম স্থানে রয়েছেন তিনি। অপরদিকে বোলিংয়ের ক্ষেত্রেও একই দশা তার। এক ধাপ অবনতি হয়ে সাকিবের অবস্থান এখন ৩১ নম্বরে।
উল্লেখ্য, সবশেষ যুক্তরাষ্ট্র সিরিজে সাকিবের ব্যাট থেকে এসেছে ৩৬ রান। ১৮ গড় ও ১০২.৮৫ স্ট্রাইকরেটে এ রান করেন তিনি। এছাড়া ৭.৪০ ইকোনমিতে নিয়েছেন ১টি উইকেট। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ যাত্রা।
/এমএইচআর
Leave a reply