আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ উপেক্ষা করে রাফায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামাস যোদ্ধাদের সর্বশেষ ঘাঁটি ধ্বংস ও জিম্মিদের উদ্ধারের লক্ষ্যে এই অভিযান শুরু করেছে দেশটি। তবে এবার বেশ কিছু বলিউড তারকাকে এই হামলার বিরুদ্ধে সরব হতে দেখা গেছে।
এই তালিকায় রয়েছেন বেশ কিছু ‘প্রথম শ্রেণি’র তারকা যেমন, কারিনা কাপুর খান, আলিয়া ভাটসহ প্রিয়াঙ্কা চোপড়া ও বরুণ ধাওয়ান।
এই হামলার নিন্দা জানিয়ে আলিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, পৃথীবির সব শিশুদেরই নিরাপত্তা ও ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে। সকলে শান্তি পাওয়ার অধিকার রাখেন।
এছাড়া ইউনিসেফের শুভাচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়কে কখনো ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়নি। এবার তিনিও এই গণহত্যার বিররুদ্ধে আওয়াজ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই আন্তর্জাতিক তারকা জানিয়েছেন নিন্দা।
এসব নিন্দা ও প্রতাতিবাদের পর মাধুরি দিক্ষিত, দিয়া মির্জা ও সামান্থা রুথ প্রভুও এই প্রতিবাদে যোগ দেন।
এটিএম/
Leave a reply