কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব পেলেন নাহিদা সোবহান। তিনি দেশটিতে বর্তমান হাইকমিশনার ড. খলিলুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
নাহিদা সোবহান ১৯৯৫ সালে পররাষ্ট্র সেবায় যোগদান করেন। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে তিনি জর্ডানের হাশেমাইট কিংডমে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং পাশাপাশি ফিলিস্তিন ও সিরিয়ায়ও দায়িত্ব পালন করেছেন।
কূটনৈতিক জীবনে তিনি রোম, কলকাতা এবং জেনেভায় বিভিন্ন পদে বাংলাদেশের মিশনে কাজ করেছেন। তিনি জাতিসংঘ ও মানবাধিকার বিভাগ এবং বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়ক বিভাগে মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
নাহিদা সোবহান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে মাস্টার অব আর্টস ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন এবং বহু দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের মা।
এটিএম/
Leave a reply