দিনের শুরুতে বন্ধ ছিল মেট্রোরেল, হেডওয়ের সময় বৃদ্ধি

|

দিনের শুরুতেই যান্ত্রিক ত্রুটির কারণে আধাঘণ্টার জন্য বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। আজ বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। পরে ৯টার দিকে চলাচল স্বাভাবিক হয়। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা।

অন্যদিকে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজ থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত আজ মেট্রোরেল ১৫ মিনিট হেডওয়েতে চলাচল করবে। পরবর্তীতে, নির্ধারিত হেডওয়ে চালু হলে জানানো হবে।

উল্লেখ্য, হেডওয়ে হলো স্টেশনে একটি ট্রেন আসার পর পরবর্তী ট্রেন আসার মধ্যবর্তী সময়। সাধারণত মেট্রোরেলের হেডওয়ে থাকে পিক আওয়ারে ১০ মিনিট এবং অফপিক আওয়ারে ১২ মিনিট।

এদিকে, হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হওয়ায় স্টেশনগুলোতে যাত্রীদের ভিড় বেড়েছে। ফলে একত্রে ট্রেনে ওঠা নিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে। বিভিন্ন মেট্রোরেল স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা সামাজিকমাধ্যমে ক্ষোভ জানিয়ে বলেন, দুদিন পরপর বন্ধ হওয়ায় মেট্রোরেল ভরসা হারাচ্ছে।

হাসান মাহমুদ নিলয় নামে এক যাত্রী বলেন, আজকেও সকাল থেকে মেট্রোরেল চলাচলে যান্ত্রিক ত্রুটি হলো! ২০-৩০ মিনিট পরপর ছাড়ছে মেট্রোরেল। অফিসগামী মানুষজন চরমভাবে ক্ষুদ্ধ। মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি হলে এমআরটি পাসধারীদের মোবাইল ফোনে মেসেজ দিয়ে জানিয়ে দেয়া উচিত মেট্রোরেল কর্তৃপক্ষের।

/এএম

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply