রাফায় হামলা বন্ধে জাতিসংঘ নিরপত্তা পরিষদে দেয়া আলজেরিয়ার প্রস্তাবকে ভারসাম্যহীন আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৯ মে) হোয়াইট হাউজের নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি এই মন্তব্য করেন। খবর বার্তা সংস্থা এপির।
গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও ইসরায়েলি হামলা বন্ধে নিরাপত্তা পরিষদে ওই খসড়া প্রস্তাব দেয় আলজেরিয়া। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গেল সপ্তাহে রাফায় যুদ্ধ বন্ধসহ অন্যান্য পদক্ষেপ গ্রহণে ইসরায়েলকে নির্দেশ দেয়। সেই রায়ের প্রেক্ষাপটে এই খসড়া প্রস্তাবটি তৈরি করা হয়েছে।
এর সমালোচনা করে যুক্তরাষ্ট্র জানায়, গাজা সংকটের জন্য প্রস্তাবে হামাসকে দায়ী করা হয়নি। ফলে এটি ভারসাম্যপূর্ণ নয়। প্রস্তাবটি যুক্তরাষ্ট্র এখনও পর্যালোচনা করছে বলেও জানান কিরবি।
এদিকে, আন্তর্জাতিক বিচার আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাফা শহরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। শহরটিতে ২৩ লাখ গাজাবাসীর অর্ধেকই আশ্রয় নিয়েছে।
/এএম
Leave a reply