উত্তর কোরিয়ার বিরুদ্ধে মিসাইল ছোড়ার অভিযোগ

|

ছবি: এপি

আবারও উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যালিস্টিক মিসাইল ছোড়ার অভিযোগ তুলেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। আজ বৃহস্পতিবার (৩০ মে) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এপি।

দক্ষিণ কোরিয়ার অভিযোগ, আজ অন্তত ১০টি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং। যা প্রায় সাড়ে ৩শ’ কিলোমিটার উড়ে গিয়ে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় উপকূলের সমুদ্রে পড়ে।

এদিকে, জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাছাকাছি জায়গায় মিসাইল ছোড়ায় ইতোমধ্যেই প্রতিবাদ জানিয়েছে টোকিও। উত্তর কোরিয়ার কঠোর সমালোচনা করেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করছে পিয়ংইয়ং। যদিও এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply