মারা গেলেন সাবেক সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল

|

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল (৬৮) মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এ সংসদ সদস্যের ছোট ভাই জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ২টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, সংসদ সদস্য থাকাকালীন কোভিড-১৯’এ আক্রান্ত হন তিনি। সেসময় মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে দীর্ঘদিন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এরপর গতকাল বুধবার সন্ধ্যায় ফের একই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

উল্লেখ্য, তিনি ১ মার্চ ১৯৫৬ খ্রিস্টাব্দে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সরকারের একাধিক মন্ত্রণালয়ের সচিব এর দায়িত্ব পালন করেন। সর্বশেষ এই রাজনীতিবিদ রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মনজুর হোসেন। তিনি রূপালী ব্যাংকের দুইবারের চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ছিলেন।

সাবেক এই সংসদ এর মৃত্যুতে ফরিদপুর -১ আসনের তিন উপজেলা আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালীতে শোকের ছায়া নেমে এসেছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply