Site icon Jamuna Television

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে স্লোভেনিয়া

ফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্লোভেনিয়া সরকার। বৃহস্পতিবার (৩০ মে) এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

রবার্ট গোলব বলেন, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার এ সিদ্ধান্ত কার্যকর করতে দেশটির পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন পড়বে। আগামী মঙ্গলবার (৪ জুন) পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটি হবে।

প্রসঙ্গত, গত ২৮ মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ইউরোপের তিন দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। একইদিন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ইঙ্গিত দেয় ইউরোপের আরেক দেশ ফ্রান্স। বৃহস্পতিবার (৩০ মে) প্রেসিডেন্ট শি জিনপিং জানায়, ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে চীনের।

২৭ জাতির ‘ইইউ’র সদস্য সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া, রোমানিয়া ও বুলগেরিয়া এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর আগে, জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার প্রস্তাবে ভোট দেয় ১৪৩টি দেশ।

/এএম

Exit mobile version