আইসিসির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা না দেয়ায় হতাশ নেতানিয়াহু

|

এখনও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা না দেয়ায় হতাশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক টেলিভিশন সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। খবর টাইমস অব ইসরায়েল, আল জাজিরার।

নেতানিয়াহু বলেন, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাস শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি। কাজেই তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপে কংগ্রেসে বিল পাস হওয়া উচিত। যুক্তরাষ্ট্র আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের যে বার্তা দিয়েছিল, তা এখনও বিলে পরিণত না হওয়ায় আমি একদিকে হতাশ অন্যদিকে অবাকও হয়েছি।

নিজের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারির সমালোচনা করে তিনি বলেন, যুদ্ধের আইন মেনেই গাজায় অভিযান চালানো হচ্ছে। এটি (গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন) আক্রোশের বহিঃপ্রকাশ। নেতানিয়াহুর ওপর মিথ্যে অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রসঙ্গত, গাজায় গণহত্যা ইস্যুতে গত এপ্রিলে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা জানায় আইসিসি। সে সময় এর বিরোধিতা করে ইসরায়েল। একই সঙ্গে ইসরায়েলের হয়ে প্রতিক্রিয়া জানায় মিত্র দেশ যুক্তরাষ্ট্রও।

এরপর গত ২০ মে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ করেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। একইসঙ্গে, হামাস প্রধান ইসমাইল হানিয়াসহ তিনজনের বিরুদ্ধেও পরোয়ানা জারির আহ্বান জানানো হয়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply