বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার: মহাসচিব গুতেরেস

|

ফাইল ছবি

বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আখ্যা দিলেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বলেন, সংস্থাটির অনেক কর্মযজ্ঞে উল্লেখযোগ্য অবদান রাখছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে জাতিসংঘ মহাসচিবের সাথে আলোচনায় বসেন যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেখানেই জাতিসংঘ মহাসচিব করেন এই মন্তব্য।

এর আগে, আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন উপলক্ষে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ ও অস্ট্রিয়ার যৌথ অভ্যর্থনা অনুষ্ঠানে ছিলেন প্রধান অতিথি। সেখানে বলেন, বাংলাদেশী শান্তিরক্ষীরা আন্তরিকতা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

একইদিন, জাতিসংঘ সদর দফতরের ওআইসি সম্মেলনকক্ষে পররাষ্ট্রমন্ত্রী জোটভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply