বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে সরকার। যারা বলে, বিএনপি নাই, বিএনপি থাকবে না, তাদের মুখে ছাই দিয়ে বিএনপি টিকে আছে এবং থাকবে। শুক্রবার (৩১ মে) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত গণদোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস আরও বলেন, লুটের রাজত্ব কায়েম করতে ও ক্ষমতা দখল করে বসে আছে আওয়ামী বর্গিরা। দলটি ধ্বংস করতে প্রতিপক্ষের বিভিন্ন ষড়যন্ত্র বিফলে গেছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ধ্বংসের ক্ষমতা কারও নেই। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব শুধু বিএনপির হাতেই নিরাপদ।
জ্বালানী তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদ করে তিনি বলেন, মানুষ এমনিতেই কষ্টে আছে। এরমধ্যে সরকার আবারও তেলের দাম বাড়িয়েছে। আড়াই টাকা তেলের দাম বাড়ানো মানে সব জিনিসপত্রের দাম আবার বেড়ে যাওয়া। প্রতিটি জায়গায় এর প্রভাব পড়ে।
উল্লেখ্য, গণদোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ অন্যান্যরা।
/এমএইচআর
Leave a reply