আগামী ১ জুন মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই মেগা ইভেন্টের আগে ভারতের সাথে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। শনিবার (১জুন) রাত সাড়ে ৮টায় নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মাঠে গড়াবে খেলাটি। তবে প্রস্তুতি ম্যাচ হলেও এটি নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে বেশ আগ্রহ।
প্র্যাকটিস ম্যাচ হওয়ায় ম্যাচটি দেখা নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে শঙ্কাও। তবে ব্রডকাস্টিং নিয়ে ভালো খবর রয়েছে টাইগার ভক্তদের জন্য। দর্শকরা ম্যাচটি সরাসরি দেখতে পাবেন নাগরিক টিভির পর্দায়। এছাড়া ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস-১/২ সরাসরি সম্প্রচার করবে রোহিত-শান্তদের ম্যাচটি।
এর আগে, বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় আসরের আগে নিজেদের প্রস্তুতি ভালোভাবে নিতে পারেনি বাংলাদেশ দল। তবে ভারতের বিপক্ষে নিজেদের শক্তি জানান দিতে প্রস্তুত টিম টাইগার্স।
অন্যদিকে শক্তির বিবেচনায় বেশ এগিয়ে টিম ইন্ডিয়া। তবুও এ খেলা ঘিরে উত্তেজনার কমতি নেই টাইগার সমর্থকদের মধ্যে। কারণ দুই দল দুই গ্রুপে থাকায় বিশ্বকাপে গ্রুপ পর্বে দেখা যাবেনা বাংলাদেশ-ভারত ম্যাচ। তবে খেলার আগে চিন্তায় রয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। দীর্ঘদিন যাবত অফফর্মে রয়েছে টাইগার ব্যাটাররা। তাদের প্রত্যাশা ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই ফর্মে ফিরবেন টাইগার ব্যাটাররা।
এদিকে মাত্র ৫ মাসে তৈরি নিউইয়র্কের স্টেডিয়ামটি দেখে রীতিমতো অবাক বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভেন্যুতে মুগ্ধ হয়ে শান্ত বলেন, অবিশ্বাস্য। মানে (তিন মাস আগেও) ইন্টারনেটে দেখেছি কিছুই ছিল না, এখন একেবারে পুরোদস্তুর ক্রিকেট স্টেডিয়ামের মতো দেখাচ্ছে। এটা একটা দারুণ অনুভূতি।
নতুন এ মাঠ নিয়ে ভারত অধিনায়ক বলেন, মাঠটি দেখতে খুবই সুন্দর, বেশ খোলামেলাও। মাঠের উদ্বোধনী ম্যাচে আমরা খেলছি। তাই উপভোগ করার জন্য মুখিয়ে আছি। আশা করছি দারুণ একটি উপভোগ্য ম্যাচ হতে চলেছে।
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে নিউইয়র্ক থেকে ডালাসে ফিরবে নাজমুল শান্তর দল। ৮ জুন থেকে শুরু হবে টাইগারদের মূলপর্বের খেলা। ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড, নেপাল ও শ্রীলঙ্কার সাথে রয়েছে বাংলাদেশ।
/এমএইচআর
Leave a reply