স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি ভঙ্গের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১ জুন) দুপুরে বিজয়নগর উপজেলা নির্বাচনের নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক এই জরিমানা করেন।
মূলত, প্লাস্টিকের ব্যানার, পোস্টারে পলিথিনের আবরণ ব্যবহার ও দুপুর দুইটার আগে মাইকে প্রচারণা করার দায়ে তাদের এই জরিমানা করা হয়। জরিমানা দেয়া ব্যক্তিরা হলেন, চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলী (ঘোড়া প্রতীক) ও চেয়ারম্যান প্রার্থী আল জাবেরের (আনারস প্রতীক) চার সমর্থক।
এ বিষয়ে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, আচরণবিধি লঙ্ঘনের অপরাধে দুই প্রার্থীর সমর্থকদের ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় উপস্থিত প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা দেয়া হয় বলেও জানান তিনি।
/এএস
Leave a reply