আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ১৮৩ রানের টার্গেট দিয়েছে ভারত। শনিবার (১ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে রোহিত শর্মার দল। নির্ধারিত ওভার শেষে পন্ত-পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ৫ উইকেট হারিয়ে এ সংগ্রহ পায় টিম ইন্ডিয়া।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলতে থাকে ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে প্রথম উইকেট হারায় তারা। দলীয় ১১ ও ব্যক্তিগত ১ রানে শরিফুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সঞ্জু স্যামসন। এরপর পন্তকে সাথে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন অধিনায়ক রোহিত। ব্যক্তিগত ২৩ রানে মাহমুদউল্লাহর বলে রিশাদ হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর ক্রিজে আসেন সুরিয়াকুমার। খেলেন মাত্র ১৮ বলে ৩১ রানের দারুণ এক ইনিংস। অর্ধশতকের পর রিটায়ার্ড আউট হন পন্ত।
পন্ত আউট হবার সময় ভারতের দলীয় সংগ্রহ ১১ ওভারে ১০৩। এরপর হার্দিক পান্ডিয়ার অপরাজিত ২৩ বলে ৪০ রানের বদৌলতে ১৮২ রানে থামে ভারতের ইনিংস। অন্যদের মাঝে শিভব দুবের ব্যাট থেকে আসে ১৪ রান, রবীন্দ্র জাদেজা অপরাজিত থাকেন ৪ রানে।
বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট তুলে নেন শরিফুল, মাহেদী, মাহমুদউল্লাহ ও তানভীর ইসলাম।
/এমএইচআর
Leave a reply