ন্যায়বিচারের প্রতি আইনজীবীদের দৃষ্টি থাকতে হবে: প্রধান বিচারপতি

|

ফাইল ছবি।

শুধুমাত্র মক্কেলের দিকে নয়, ন্যায়বিচার ও দেশের সার্বিক কল্যাণের দিকে আইনজীবীদের দৃষ্টি থাকতে হবে— এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার (১ জুন) ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, আদালতে যাতে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়, যার কারণে বিচারপ্রার্থীর মনে দ্বিধা বা সংশয় তৈরি হবে। এ সময় বিচার বিভাগের আধুনিকায়নের জন্য দীর্ঘমেয়াদি বিচার বিভাগীয় পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রধান বিচারপতি আরও বলেন, আইনের প্রতি সম্মান রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালতকে সহযোগিতা করা আইনজীবীদের প্রাথমিক কর্তব্য। এ সময় মামলার জট কমানো ও বিচার বিভাগের মানোন্নয়নে আইনজীবীদের পরামর্শ লিখিত আকারে পাঠানোর আহ্বানও জানান তিনি।

এর আগে শনিবার সকালে জেলা ও দায়রা জজ আাদলতে আগত বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply