প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে ধরাশয়ী টাইগাররা

|

ছবি: ইএসপিএন ক্রিকইনফো।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৬০ রানে হারিয়েছে ভারত। ১০ রানেই চলে যায় তিন উইকেট। ভারতের দেয়া ১৮৩ রান তাড়া করতে গিয়ে পাওয়ারপ্লেতে উঠে মাত্র ২৭ রান।

পরে তানজিদ হাসান তামিম এবং তাওহীদ হৃদয় ফিরেছেন ৫০ রানের আগেই। তখন বাংলাদেশের ১০০ রান পার করা নিয়েই দেখা দেয় শঙ্কা। শুরু থেকে টাইগারদের দিশেহারা অবস্থা দেখে ম্যাচের ফলাফল অনেকটাই আন্দাজ করা যাচ্ছিল।

দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে চেষ্টা করেছিলেন হাল ধরার। দুই জনের ৭৫ রানের জুটি বাংলাদেশকে ১১৬ রান পর্যন্ত নিয়ে যায়। পরে বাংলাদেশের ইনিংস থামে ১২১ রানে। ৬০ রানের বড় হার দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারে টাইগাররা। 

এর আগে, নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে রোহিত শর্মার দল। নির্ধারিত ওভার শেষে পন্ত-পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ৫ উইকেট হারিয়ে এ সংগ্রহ পায় টিম ইন্ডিয়া।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলতে থাকে ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে প্রথম উইকেট হারায় তারা। দলীয় ১১ ও ব্যক্তিগত ১ রানে শরিফুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সঞ্জু স্যামসন। এরপর পন্তকে সাথে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন অধিনায়ক রোহিত। ব্যক্তিগত ২৩ রানে মাহমুদউল্লাহর বলে রিশাদ হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর ক্রিজে আসেন সুরিয়াকুমার। খেলেন মাত্র ১৮ বলে ৩১ রানের দারুণ এক ইনিংস। অর্ধশতকের পর রিটায়ার্ড আউট হন পন্ত।

পন্ত আউট হবার সময় ভারতের দলীয় সংগ্রহ ১১ ওভারে ১০৩। এরপর হার্দিক পান্ডিয়ার অপরাজিত ২৩ বলে ৪০ রানের বদৌলতে ১৮২ রানে থামে ভারতের ইনিংস। অন্যদের মাঝে শিভম দুবের ব্যাট থেকে আসে ১৪ রান, রবীন্দ্র জাদেজা অপরাজিত থাকেন ৪ রানে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply