যুক্তরাষ্ট্রকে জেতানো অ্যারন জোন্স বসে ছিলেন বিপিএলের বেঞ্চে

|

শুরু হয়ে গেলো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। উদ্বোধনী ম্যাচে ‘নর্থ আমেরিকান ডার্বি’ তে কানাডার দেয়া বড় টার্গেটে ব্যাট করতে নেমে হেসেখেলে জয় তুলে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এদিন ব্যাট হাতে সাইক্লোন চালিয়েছেন মার্কিন ব্যাটার অ্যারন জোন্স। মাত্র ৪০ বলে ৯৪ রানে ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ৭ উইকেটের বড় জয় পেয়েছে যুক্তরাষ্ট্র।

২০২৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সে যোগ দিয়েছিলেন জোন্স। তবে কোনো ম্যাচেই তাকে মাঠে নামানো হয়নি। বিপিএলের পর যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেট আসর মেজর লিগ সকারেও সিয়েটা ওরকাসের স্কোয়াডেও ছিলেন জোন্স। সেখানেও বিপিএলের অভিজ্ঞতার পুনরাবৃত্তি হয়েছিল তার। অথচ ওই জোন্সই বিশ্বকাপের মঞ্চে আলো ছড়িয়েছেন। মার্কিন ক্রিকেটকে গর্বের জায়গায় নিয়েছেন। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে জোন্সের হাতে।

উল্লেখ্য, ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জোন্সের ৪০ বলে ৯৪ রানের ঝড়ে ১৯৫ রানের লক্ষ্য ১৪ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply