ঈদে গরু আমদানির পরিকল্পনা নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

|

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু। তাই ঈদকে সামনে রেখে গরু আমদানির পরিকল্পনা সরকারের নেই।

রোববার (২ জুন) সকালে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত বিশ্ব দুগ্ধ দিবস অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

এসময় তিনি বলেন, গরু আসা বন্ধে সীমান্তরক্ষী বাহিনী সতর্ক আছে। তবে সীমান্ত দিয়ে দেশে কিছু গরু আসছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। এসময় এমনটা বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করার কথা বলেন প্রাণিসম্পদ মন্ত্রী।

এর আগে, বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ডেইরি বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা বের করা হয়।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply