বাওয়ের ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৬ রানের পুঁজি নিউগিনির

|

ছবি: সংগৃহীত

টি-২০ বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে বোলিংয়ে নেমে পাপুয়া নিউগিনিকে খুব বড় স্কোর করতে দেয়নি ক্যারিবিয়ানরা। বোলারদের দারুণ পারফরম্যান্সে বিশ্বকাপে নবাগত পাপুয়া নিউগিনিকে ১৩৬ রানে বেধে ফেলেছেন পাওয়েলরা।

রোববার (২ জুন) গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে পাপুয়া নিউগিনিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। আগে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় নিউগিনি। ২ বলে ৫ রান করে রোমারিও শেফার্ডের বলে উইকেটরক্ষক নিকোলাস পুরানের হাতে ক্যাচ হন ওপেনার টনি উরা। দলীয় স্কোরকার্ডে ২ রান যোগ না করতেই আকিল হোসেইনের বলে আউট হয়ে যান লেগা সিয়াকা (২ বলে ১)।

পাওয়ার প্লে’র শেষ ওভারে দুই চারে ঝড়ের আভাস দিলেও শেষ বলে আউট হয়ে উল্টো বিপদ বাড়ান অধিনায়ক ভালা। পাওয়ার প্লে শেষে ৩ উইকেট হারিয়ে দলটির রান দাঁড়ায় ৩৪। নিউগিনিকে একাই টেনে নিয়ে যান ব্যাটার সিসি বাউ। উইকেট আগলে রেখে অর্ধশতক তোলেন তিনি। ৪২ বলে ফিফটিতে পৌঁছান সিসি। এরপর যদিও টিকে থাকতে পারেননি। ফিফটি করার পরের বলেই তার উইকেট তুলে নেন জোসেফ। বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন সিসি। তবে, তার ইনিংসে ভর দিয়ে নবাগত দলটি পায় দলীয় রান ১০০ পার করার সাহস।

কিপলিন ডোরিগা ও চাঁদ সোপারের ব্যাটে চড়ে শেষ দিকে আরও কিছু রান সংগ্রহ করে নিউগিনি। ৯ বলে ১০ রান করে আন্দ্রে রাসেলের বলে বোল্ড হন চাঁদ। ডোরিগার ব্যাট থেকে আসে ১৭ বলে অপরাজিত ২৫ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল ও আলজারি জোসেফ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply