ট্রাম্পেলম্যান-উইজের দুর্দান্ত বোলিংয়ে অল্প রানেই গুটিয়ে গেলো ওমান

|

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ বি’র ম্যাচে নামিবিয়াকে ১১০ রানের টার্গেট দিয়েছে ওমান। সোমবার (৩ জুন) বার্বাডোসের কেনসিংটন ওভালে টস হেরে ব্যাটিংয়ে নামে ওমান। ট্রাম্পেলম্যান ও ডেভিড উইজের দুর্দান্ত বোলিং তোপে অল্প রানেই গুটিয়ে যায় আকিব ইলিয়াসের দল। সর্বোচ্চ ৩৪ রান আসে খালিদ কাইলের ব্যাট থেকে।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম দুই বলেই ওমান শিবিরে জোড়া আঘাত হানেন নামিবিয়ার পেসার রুবেন ট্রাম্পেলম্যান। কিছু বুঝে ওঠার আগেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে তাদের একেকটি উইকেট। ইনিংসের প্রথম বলেই ট্রাম্পেলম্যানের লেগ বিফোরের ফাঁদে পড়েন ওমানের ওপেনার কাশ্যপ প্রজাপতি। পরের বলে ক্রিজে আসেন অধিনায়ক আকিব ইলিয়াস। একই পরিণতি তারও। শূন্য রানে এলবিডব্লিউ হয়ে সাজঘরের পথ ধরেন আকিব। রানের খাতা না খুলতেই জোড়া উইকেট হারিয়ে দিশেহারা ওমান।

ইনিংসের তৃতীয় ওভারে আবারও বোলিংয়ে আসেন ট্রাম্পেলম্যান। ওভারের তৃতীয় বলে গেরহার্ড ইরাসমাসের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন নাসিম খুশি। দলীয় ১০ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে তারা। এরপর খালিদ কাইলকে সাথে নিয়ে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেন জিশান মাকসুদ। দুজন মিলে গড়েন ২৭ রানের জুটি যা ইনিংসের সর্বোচ্চ।

সপ্তম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ২২ রানে বার্নার্ড শোল্টজের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন জিশান মাকসুদ। ইরাসমাসের বলে ফ্রাইলিংকের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেয়ার আগে আয়ান খান খেলেন ১৫ রানের ইনিংস। ৩৪ রান করে ডেভিড উইজের শিকার হয়ে সাজঘরে ফেরেন খালিদ। দুই অঙ্কের রানে পৌঁছাতে ব্যর্থ হন দলের ৭ ব্যাটার। অতিরিক্ত রান আসে ৫। শেষ পর্যন্ত ১০৯ রানে শেষ হয় ওমানের ইনিংস।

নামিবিয়ার হয়ে ২১ রানের খরচায় ৪টি উইকেট তুলে নেন রুবেন ট্রাম্পেলম্যান। এছাড়া ৩টি উইকেট পান ডেভিড উইজ। বাকি উইকেটের মধ্যে ২টি গেরহার্ড ইরাসমাস ও ১টি উইকেট পান বার্নার্ড শোল্টজ।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply