সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, পানি উঠেছে ওসমানী মেডিকেলেও

|

সিলেট ব্যুরো:

ভারী বৃষ্টি হওয়ায় সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে নতুন নতুন এলাকা। আবহাওয়া অধিদফতর জানায়, রোববার (২ জুন) রাত থেকে ভোর পর্যন্ত সিলেটে ২২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে মিরাবাজার, মির্জাজাংগাল, নাইওরপুল, মেন্দিবাগসহ বিভিন্ন এলাকা। পানি উঠেছে সিলেট ওসমানী মেডিকেলেও। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম।

এখনও পানি নামেনি নগরীর সুবহানিঘাট, উপশহর, যতরপুর, জামতলাসহ বিভিন্ন এলাকা থেকে। ডুবে আছে রাস্তাঘাট। পানি ঢুকেছে বাসাবাড়ি-দোকানপাটেও। বন্ধ অনেক ব্যবসা প্রতিষ্ঠান। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

এদিকে, সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে পানি কমলেও এখনও বিপদসীমার ১৩ সেন্টিমিটার ওপরে বইছে সুরমার পানি। দুর্ভোগ কমেনি জৈন্তাপুর, জকিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জেও। পাহাড়ি ঢলের তোড়ে গোয়াইনঘাটে রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্বিষহ হয়ে উঠেছে প্লাবন কবলিত মানুষের দিন। আশ্রয়কেন্দ্রে যারা আছেন তাদের কাছে ত্রাণ পৌঁছালেও বাড়িতে থাকা পানিবন্দীরা বঞ্চিত হচ্ছেন বলেও জানা গেছে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply