বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদকে চিঠি দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ মঙ্গলবার দুপুরে এই চিঠির অনুলিপি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে, আইনমন্ত্রী আনিসুল হক যমুনা নিউজকে বলেন, এমন একটি চিঠির কথা শুনেছি তবে এখনও হাতে পাইনি।’
২০১৫ সালের ১৭ জানুয়ারিতে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সুরেন্দ্র কুমার। আগামী ৩১ জানুয়ারি তাঁর অবসরে যাওয়ার কথা রয়েছে। অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খোলার দিন অসুস্থতার কারণ দেখিয়ে ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ৩০ দিনের ছুটিতে যান প্রধান বিচারপতি।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply