বেনজীরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ছিল না, তাই যেকোনো জায়গায় যেতেই পারেন: পররাষ্ট্রমন্ত্রী

|

ফাইল ছবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদ ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তার বিষয়ে দুদক স্বাধীনভাবে কাজ করছে। সোমবার (৩ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, তার (বেনজীর) দেশ ত্যাগে যেহেতু কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি তাই তিনি যেকোনো জায়গায় যেতেই পারেন। এখন দেখার বিষয় ৬ জুন দুদকের ডাকে হাজিরা দেন কিনা।

শ্রমিকদের মালয়েশিয়ায় যাওয়ার তারিখ বর্ধিত করা যায় কিনা সে বিষয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় শ্রমিক যেতে না পারার পেছনে কেউ জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এসময় তিনি অভিযোগ করেন উদ্দেশ্যপ্রণোদিত ও বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীকে খাটো করার জন্যই তথ্য উপাত্ত ছাড়া ডয়েচেভেলে মিথ্যা প্রতিবেদন তৈরি করেছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply