আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে বঙ্গভবনে পৌঁছেছেন নির্বাচন কমিশনের সদস্যরা।
আজ বিকাল সাড়ে ৩টায় সিইসি নুরুল হুদা এবং অপর চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বঙ্গভবনে প্রবেশ করেন।
৪টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা। ইতোমধ্যে ইসি জানিয়েছে একাদশ সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণার প্রস্তুতি চলছে। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের এ আনুষ্ঠানিকতা শেষ করছে সাংবিধানিক সংস্থাটি।
Leave a reply