জয়পুরহাটে কৃষক হত্যায় ১০ জনের যাবজ্জীবন

|

জয়পুরহাটের ক্ষেতলালে কৃষক সামছুল হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে, তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ সোমবার (৩ জুন) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নূরুল ইসলাম এ রায় দেন। এই হত্যা মামলায় ২ জনকে খালাস দিয়েছেন বিচারক।

দণ্ডপ্রাপ্তরা হলেন– জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের হাফেজ উদ্দীনের ছেলে ছাবদুল, ছাবদুলের স্ত্রী ফাতেমা বেগম, ছেলে হেলাল, আলম হোসেন, ইদ্রিস আলী, রেজাউল ইসলাম, আলম হোসেনের স্ত্রী ফারজানা বেগম, হেলাল হোসেনের স্ত্রী লিলিফা বেগম, আমেজ উদ্দীনের ছেলে হেলাল উদ্দীন ও জিয়াউল হকের স্ত্রী ফুত্তি বেগম।

মামলায় বলা হয়, ২০১১ সালে ক্ষেতলাল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক সামছুল ইসলাম ও তার ভাইয়ের ওপর হামলা করে আসামিরা। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামছুল। এ ঘটনায় নিহতের স্ত্রী ক্ষেতলাল থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খাজা শামছুল আলম বুলবুল। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসান হাবিব চপল।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply