Site icon Jamuna Television

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবার বর্গফুট হিসেবে নয়, পিস হিসেবে চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে। ঢাকায় লবণযুক্ত প্রতি পিছ গরুর চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা এবং ঢাকার বাহিরে ১ হাজার টাকা।

সোমবার (৩ জুন) সচিবালয়ে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত এক বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর উপস্থিতিতে নতুন মূল্য ঘোষণা করেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাছির উদ্দিন মজুমদার।

এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এবার চামড়া বেচাকেনায় বর্গফুট মাপার কোনো বিষয় থাকছে না। প্রথমবারের মতো দেশে প্রতি পিস কোরবানির গরুর চামড়ার দাম নির্ধারণ করে দেয়া হয়েছে।

সভা শেষে জানানো হয়, গত কয়েক বছরে দেখা গেছে, নির্ধারিত দামে চামড়া বেচাকেনা নিয়ে ধারাবাহিক জটিলতা হয়েছে। এবার নতুন দর কার্যকরের বিষয়টি তদারকি করতে মাঠে থাকবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

/এমএন

Exit mobile version