চলছে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা। এই উপলক্ষে চাঙা হবার পরিবর্তে পড়তে শুরু করেছে ভারতের শেয়ারবাজার। ইতোমধ্যে সেনসেক্সের সূচক ৫ হাজার পয়েন্ট কমেছে। মঙ্গলবার (৪ জুন) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ভোট গণনা শুরুর পরপরই পতন হতে থাকে সূচকের। আজ স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ ২ হাজার পয়েন্ট পতন হয় সেনসেক্সের।
এরপর বেলা বাড়ার সাথে সাথে ৪ হাজার পয়েন্ট পতন হয়। মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ভোটের যে ফলাফল প্রকাশিত হয়, তাতে দেখা গেছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ২৯০টি লোকসভা আসনে এগিয়ে। তবে সংখ্যাগরিষ্ঠতার শিখরে এখনো পৌঁছায়নি। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী, বারানসিতে একসময়ে পিছিয়ে গিয়েছিলেন মোদি। যার বিরূপ প্রভাব পড়ে সেনসেক্সে।
সবশেষ হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, নিফটি সূচকের পতন হয়েছে ৪ দশমিক ৭৩ শতাংশ। তার পরে নিফটি সূচক দাঁড়িয়েছে ২২১৬১।
/এআই
Leave a reply