মানিকগঞ্জে আগুনে পুড়ে প্রাণ গেলো বৃদ্ধার

|

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

মানিকগঞ্জে বসত বাড়িতে আগুনে দগ্ধ হয়ে সবুরী বেগম (৭০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। মঙ্গলবার (৪ জুন) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ছোট ভাটবাউর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সবুরী বেগম ওই গ্রামের মৃত নায়েব আলীর স্ত্রী। তিনি ছোট ছেলে আব্দুর রহমানের সঙ্গে একই ঘরে থাকতেন। দুর্ঘটনার সময় ছেলে বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।

প্রতিবেশীরা জানান, সবুরী বেগম ৩ দিন যাবত অসুস্থ শরীর নিয়ে ঘরেই শুয়ে ছিলেন। দুপুরে হঠাৎ করে তার টিনের ঘরে আগুন জ্বলে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ কারণে ভেতর থেকে তিনি আর বের হতে পারেননি। পরে ৯৯৯-এ কল দিলে ফায়ার সার্ভিস আসে।

সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ঘরের ভেতর থেকে আগুনে পোড়া এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। তবে আগুন লাগার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ধারনা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

এ ঘটনায় উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের ২০ হাজার টাকা আর্থিক সহায়তা করেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply